কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের বই বিতরণ ও ত্রাণ সহায়তা করেন, নোয়াখালী ৫ আসনের নুরুল আফসার বাহাদুর।


আবদুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে বিস্তার থাকছে প্রতিবেদনে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে, কোম্পানীগঞ্জে লিফলেট বিতরণ ও নদীভাঙন এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়েছেন দলটির নেতা মোহাম্মদ নূরুল আফসার বাহাদুর।


তিনি জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন, যেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা,  এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার তুলে ধরা হয়। একইসাথে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ করা হয়।


এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নূরুল আফসার বাহাদুর বলেন—

“৩১ দফা শুধুই রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি জনগণের জীবনমান উন্নয়নের রূপরেখা। আমি বিভেদ নয়, ঐক্য চাই।”


এলাকাবাসী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এসব কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।


Post a Comment

নবীনতর পূর্বতন
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();