নোয়াখালী প্রতিনিধি │ আবদুল্লাহ আল মামুন
২০১৪ সালের জানুয়ারি—বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক ভয়াল সময়।
নবম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার ও দমন-পীড়নের ঝড় বইছে। দলের শীর্ষ নেতারা আত্মগোপনে, রাজপথ নিস্তব্ধ। এমন ভয়াবহ পরিস্থিতিতেও সাহসিকতার সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বর্তমান স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
কিন্তু সেই সম্মেলনে তার পাশে দাঁড়াতে সাহস করেননি দলের কোনো পদধারী নেতা।
কারণ তখন বাইরে পা রাখলেই গ্রেফতার আর নির্যাতন ছিল নিশ্চিত।
ঠিক সেই সময়,
জীবনের ঝুঁকি নিয়ে বেগম সেলিমা রহমানের পাশে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, নোয়াখালী-৫ আসনের কৃতি সন্তান ও দলের নিবেদিতপ্রাণ সৈনিক নুরুল আফসার বাহাদুর।
🔹 ভয়কে জয় করে দলের পাশে
পদবিহীন হয়েও বাহাদুর ভাই ছিলেন বিএনপির কঠিন সময়ের ভরসা।
দল ও নেতৃত্বের প্রতি তার আনুগত্য ছিল অকৃত্রিম।
বিএনপির কেন্দ্রীয় নেতারা জানেন—দল যখন সংকটে, তখন বারবার রাজপথে সাহসী ভূমিকা রেখেছেন এই নেতা।
এক সময়ের জনপ্রিয় ছাত্রনেতা বাহাদুর ভাই ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতে গড়ে ওঠা কর্মী।
তিনি বিশ্বাস করেন, “দলের জন্য কাজ করতে পদ নয়, দরকার আদর্শ ও মানসিক দৃঢ়তা।”
🔹 আন্দোলনের সামনের সারিতে
২০১১ সালের বিএনপি ঘোষিত রোড মার্চ কর্মসূচির অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বাহাদুর ভাই।
২০১৪ ও ২০১৫ সালের “মার্চ ফর ডেমোক্রেসি” আন্দোলনে তিনি ছিলেন রাজপথের সম্মুখ সারিতে।
২০১৬ সালের মে মাসে ডিজিএফআই কর্তৃক ১৩ দিন গুমের শিকার হন তিনি—
শুধু এজন্য যে তিনি বিএনপি করেন, এবং নেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ হিসেবে কাজ করতেন।
গুম থেকে ফিরে আসার পর চোখের মারাত্মক ক্ষতির কারণে তিন বছর কাটিয়েছেন অন্ধত্বে।
পরে অস্ত্রোপচারের মাধ্যমে ফিরে পান দৃষ্টিশক্তি।
রাজনীতি থেকে একদিনও বিরতি নেননি তিনি।
🔹 “বাহাদুর ভাই” নামেই পরিচিত
দলের অনেকেই তাকে “বাহাদুর ভাই” নামেই চেনেন।
তিনি কখনো পদ বা অবস্থান চাননি।
তার একমাত্র গর্ব—দলের প্রতি আনুগত্য এবং জনগণের ভালোবাসা।
রাজনীতিতে তার বিশ্বাস—
“যার আদর্শ বেগম খালেদা জিয়া,
যার দিশা দেশনায়ক তারেক রহমান,
তার জন্য পদবীর দরকার হয় না।”
🔹 ত্যাগ ও আদর্শের প্রতীক
দলের অনেক নেতা এখনো প্রশ্ন করেন, “বাহাদুর ভাই কে?”
কিন্তু ইতিহাস জানে—
যিনি ভয়কে জয় করে দলের পাশে দাঁড়িয়েছেন,
নির্যাতন সয়ে আন্দোলনকে টিকিয়ে রেখেছেন,
তিনি-ই প্রকৃত নেতার প্রতিচ্ছবি।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকেই আসেন, অনেকেই হারিয়ে যান।
কিন্তু ত্যাগ, সাহস আর আদর্শে যারা বেঁচে থাকেন—
তাদের নাম ইতিহাসে অমর হয়।
নুরুল আফসার বাহাদুর ঠিক তেমনই এক নাম—
যিনি রাজনীতিকে দেখেছেন দায়িত্ব হিসেবে,
আর দলের প্রতি আনুগত্যকে করেছেন জীবনের দর্শন।
🕊️ “যুগে যুগে বাহাদুর আসে — নিজেকে বিলিয়ে দিতে,
দেশ, দল আর মানুষের ভালোবাসায় ইতিহাস গড়তে।”
একটি মন্তব্য পোস্ট করুন