কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি" র সম্মেলন অনুষ্ঠিত।





আবদুল্লাহ আল মামুন : স্টাফ রিপোর্টার (নোয়াখালী)

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি-এর উদ্যোগে এক প্রাণবন্ত শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত হয়ে শিক্ষা উন্নয়ন, শিক্ষকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করেন। 

শনিবার সকাল ১০টায় নির্ঝর কনভেনশন হলে সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সম্মেলনে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি  রুবাইয়া বিনতে কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায়, চৌধুরীহাট কলেজের সম্মানিত অধ্যক্ষ  শেখ সাদী, জৈতুন নাহার কাদের মহিলা কলেজের অধ্যক্ষ  বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা কবিরহাট কেজি স্কুলের শেষ অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক  আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক  মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক  মোহাম্মদ নূরুল ইসলাম, ও বিশিষ্ট শিক্ষাবিদগণ। 

 সম্মেলনের সঞ্চালনায় ছিলেন কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলের সিনিয়ন শিক্ষক  হারুন অর রশিদ, আছিয়া কারম্যান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদ খোকন।
সম্মেলনে বক্তাগণ শিক্ষকদের সমাজ গঠনে ভূমিকা তুলে ধরে বলেন, একজন শিক্ষক শুধু জ্ঞান বিতরণ করেন না, বরং একটি প্রজন্মকে আলোকিত পথে পরিচালিত করেন। 

সভায় বক্তারা শিক্ষকদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, আধুনিক প্রযুক্তি-নির্ভর শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের চরিত্র গঠন এবং বিদ্যালয়ভিত্তিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দিকেও গুরুত্ব দেওয়া হয়। 


সম্মেলনে বিভিন্ন স্কুলের শিক্ষকরা মতামত প্রকাশ করেন এবং সমিতির কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্মেলনে হাজারীহাট হাই এন্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদী বাবু-কে সভাপতি এবং কবি জসিমউদদীন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক  মাওলানা মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়। 

 এই সম্মেলন শিক্ষক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিত শিক্ষকরা জানিয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();