কোম্পানীগঞ্জে কে হবেন বিএনপির সভাপতি?—চলছে আলোচনা, নজর জেলা কমিটির দিকে

 


আবদুল্লাহ আল মামুন : কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বে আসছেন কে—এই প্রশ্ন ঘিরে দলের ভেতরে-বাইরে তৈরি হয়েছে উত্তাপ। বর্তমানে কমিটি বিলুপ্ত থাকায়  কমিটি শূন্য রয়েছে, আর সেই শূন্যস্থান পূরণের দায়িত্ব নোয়াখালী জেলা বিএনপির কাঁধে। সাধারণ নেতাকর্মীদের মুখে এখন একটাই প্রশ্ন—“কে হবেন কোম্পানীগঞ্জে দলের কান্ডারি?”


স্থানীয় রাজনীতির মাঠে আলোচনায় রয়েছেন দুই প্রবীণ ও শক্তিশালী নেতা—আব্দুল হাই সেলিম ও নুরুল আলম শিকদার। দুজনেই সাবেক উপজেলা সভাপতি, এবং দলের দুঃসময়ে দীর্ঘদিন পাশে থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন।

আব্দুল হাই সেলিম প্রায় তিন দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় নীতি ও সাংগঠনিক কার্যক্রমে দক্ষতার জন্য নেতাকর্মীদের কাছে পরিচিত এক নিবেদিতপ্রাণ নেতা। তাঁর নেতৃত্বে অতীতে কোম্পানীগঞ্জে দল সুসংগঠিত ছিল বলেও দাবি অনেকের।

অন্যদিকে, নুরুল আলম শিকদার-ও বিএনপির একনিষ্ঠ কর্মী ও সাবেক সভাপতি হিসেবে সুপরিচিত। তাঁর জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা নিয়েও নেতাকর্মীদের মধ্যে রয়েছে ইতিবাচক মনোভাব। তিনি রাজপথের সক্রিয় সৈনিক হিসেবেও পরিচিত।


এই দুই হেভিওয়েট নেতার নাম ঘুরে বেড়াচ্ছে মাঠে-ঘাটে, হাটে-বাজারে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও। কেউ বলছেন, “সেলিম ভাই থাকলে দল গুছাবে”, আবার কেউ বলছেন, “শিকদার সাহেবই পারবেন সবাইকে এক করতে”।


তবে সর্বশেষ সিদ্ধান্ত যে জেলা বিএনপির হাতেই, তা নিয়ে কোন সংশয় নেই। জেলা কমিটির একাধিক সূত্র বলছে, “দলীয় স্বার্থে, পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতৃত্বকেই বেছে নেওয়া হবে।”


এদিকে দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষ ও বিভ্রান্তিও তৈরি হয়েছে। অনেকেই দ্রুত একটি শক্তিশালী নেতৃত্ব প্রত্যাশা করছেন, যাতে ভবিষ্যতের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিতে দল সঠিকভাবে এগিয়ে যেতে পারে।



কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নতুন সভাপতির দায়িত্বে কে আসছেন, তা এখন সময়ের অপেক্ষা। তবে এটি নিশ্চিত—নেতৃত্ব যাঁরই হাতে উঠুক, তাঁকে দল পুনর্গঠনে এবং তৃণমূলে ঐক্য ফিরিয়ে আনতে নিতে হবে সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত।

Post a Comment

নবীনতর পূর্বতন
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();