ইলেকশন ফেব্রুয়ারিতে, রমজানের আগে: জানালেন অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

 


স্টাফ রিপোর্টার || ঢাকা, ৭ আগস্ট ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। তিনি জানিয়েছেন, এই নির্বাচন রমজানের আগেই সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত সময়সূচি চূড়ান্ত করার কাজ চলছে।

আজ (বুধবার) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ইউনূস বলেন, “আমরা চাই একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন। রমজান শুরু হওয়ার আগেই জনগণ যেন তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পান, সেই বিষয়টি বিবেচনায় রেখেই ফেব্রুয়ারিকে নির্বাচন মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং নির্বাচনকালীন পরিবেশ নিশ্চিতে সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। যদিও এখনো কিছু দলে নির্বাচন পদ্ধতি নিয়ে দ্বিধা রয়েছে, তবে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে তারা একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

এদিকে, নির্বাচন সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসে একটি পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।


[সম্পাদকের টিপস:]
চাইলে এই রিপোর্টের সঙ্গে ড. ইউনূসের বক্তব্যের একটি কোটেশন কার্ড বা ছবি যুক্ত করে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারযোগ্য ভার্সনও তৈরি করতে পারি।

বলুন, আপনি এটা কোথায় ব্যবহার করবেন—আমরা সেই অনুযায়ী সাজিয়ে দিতে পারি।

Post a Comment

নবীনতর পূর্বতন
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();