ঢাকায় ছাত্রদলের প্রোগ্রামে যোগ দিলেন কোম্পানীগঞ্জের কৃতি সন্তান নুরুল আফসার বাহাদুর

 


নিজস্ব প্রতিনিধি, ঢাকা:

ঢাকায় আজ অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক প্রোগ্রাম। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রনেতারা অংশগ্রহণ করেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের গর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ নুরুল আফসার বাহাদুর ।


তাঁর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের —

সহ-সভাপতি রাজেস ও ছাত্রী বিষয়ক সম্পাদক নাসরিন । নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মাহমুদুর রহমান রিপন,   কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল এবং নোয়াখালী জেলা ছাত্রদল,

 সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ যোগ দিয়ে ছাত্রদের মাঝে অনুপ্রেরণার বাতাস ছড়িয়ে দেন।


প্রোগ্রামে ছাত্রদলের গৌরবময় ইতিহাস, চলমান আন্দোলন এবং আগামীর সংগ্রাম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

নুরুল আফসার বাহাদুর  তাঁর বক সকল নেতাদের সাথে মত বিনিময় করেন। ছাত্রদলের উদ্দেশ্যে বলেন

“ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, এটি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগ। আমাদের ইতিহাস আন্দোলনের, ত্যাগের ও বিজয়ের।”


ছাত্রদলের নেতা-কর্মীদের ঐক্য, সাহস ও সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন,

“যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখিয়েছিলেন, তা বাস্তবায়নে ছাত্রদলকে প্রান্তিক পর্যায় পর্যন্ত জাগ্রত করতে হবে।”


অনুষ্ঠানে উপস্থিত হাজারো নেতা-কর্মীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস, চেতনা ও দেশপ্রেমের দীপ্তি। সমগ্র প্রোগ্রামটি ছিল সুশৃঙ্খল, ভাবগম্ভীর এবং রাজনৈতিক অঙ্গনে ছাত্রদলের বলিষ্ঠ অবস্থান তুলে ধরার এক চিত্র।


Post a Comment

নবীনতর পূর্বতন
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();