নোয়াখালীতে গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির আনন্দ র‍্যালি — নেতৃত্বে আবদুল হাই সেলিম



আবদুল্লাহ আল মামুন, নোয়াখালী:

 বিএনপির ঘোষিত গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নোয়াখালী জেলায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি।

নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের বিপুল সমাগম ঘটে।


র‍্যালিতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল হাই সেলিম। জেলা কমিটির শীর্ষ নেতাদের সাথে  তিনি র‍্যালিতে অংশগ্রহণ করেন, যা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়।


র‍্যালিটি ৬ই আগস্ট বুধবার —নোয়াখালী শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিকেল ৪টায় জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সজ্জিত এই র‍্যালিতে  নানা শ্লোগান ও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ওঠে।


র‍্যালি শেষে কোম্পানীগঞ্জের নেতাকর্মীদের উদ্দেশ্যে  আবদুল হাই সেলিম বলেন,

"আগস্ট মাস আমাদের আন্দোলনের ইতিহাসের গর্বের মাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনা নিয়ে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম। এখনো জনগণের ‌ভোটাধিকার প্রয়োগের গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না।"


তিনি আরও বলেন,

"এই র‍্যালি প্রমাণ করেছে— বিএনপি এখনো তৃণমূলে জীবন্ত, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।"


দীর্ঘদিন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্বে থাকা আবদুল হাই সেলিম তার রাজনৈতিক প্রজ্ঞা ও মাঠের কর্মদক্ষতা দিয়ে নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে উঠেছেন। আজকের র‍্যালিতে তার অংশগ্রহণকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


দলীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা বিএনপি ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আগস্ট মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ৫ আগস্টের এই আনন্দ র‍্যালি ছিল দলীয় শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক।


Post a Comment

নবীনতর পূর্বতন
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();