ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল, শিক্ষার্থীদের ৬ দফা দাবি




নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে বলে পুনরায় জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার (৮ আগস্ট) রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

উপাচার্য বলেন, গত বছরের ১৭ জুলাই হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে এবং সংশ্লিষ্ট হল প্রশাসন নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তিনি ছাত্রদলের ঘোষিত কমিটি প্রসঙ্গে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার আশ্বাসও দেন।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঘোষণা প্রত্যাখ্যান করে হল রাজনীতির সম্পূর্ণ অবসান দাবি করেছেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ গ্রহণের আলটিমেটাম দিয়ে ৬ দফা দাবি উত্থাপন করেন—

  1. কমিটি গঠনের কারণ স্পষ্ট করে উপাচার্যকে ব্যাখ্যা দিতে হবে।
  2. ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাগছাস, বামসহ সব গোপন কমিটি বিলুপ্ত করতে হবে।
  3. বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এলাকায় রাজনীতির সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে।
  4. ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি বাতিল করতে হবে।
  5. হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে।
  6. দ্রুত ডাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে আন্দোলন চলমান থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();